DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের স্ত্রীকে ১ লাখ রুপি জরিমানা

Ellias Hossain
এপ্রিল ২০, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইমরান খানের স্ত্রীকে ১ লাখ রুপি জরিমানা

 

আস্থা ডেস্কঃ


আদালতের সময় নষ্ট করার দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার আইনজীবী আজহার সিদ্দিককে ১ লাখ করে পাকিস্তানি রুপি করে জরিমানা করেছেন লাহোরের হাইকোর্ট। সূত্র-জিও নিউজ।

 


ঈদুল ফিতরের ছুটি চলাকালে জামান পার্কের বাসভবনে পুলিশি তৎপরতায় স্থগিতাদেশ চেয়ে লাহোর হাইকোর্টে পিটিশন করেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। লাহোর হাইকোর্টোর আইনজীবী আজহার সিদ্দিকের মাধ্যমে এই পিটিশন করেন তিনি।

 

পিটিশনে বলা হয়, ঈদুল ফিতরের ছুটিতে ইমরানকে গ্রেপ্তার করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক এবং পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ‘গোপন’ পরিকল্পনা করছেন। তাদের পরিকল্পনা নস্যাৎ করতেই এই স্থগিতাদেশ প্রয়োজন।

 

সোমবার লাহোর হাইকোর্টের বিচারপতি সেলিম শেখের এজলাসে সেই পিটিশনের ওপর যখন শুনানি চলছিল, সে সময় দৃশ্যত বিরক্তি প্রকাশ করে বিচারক বলেন, ‘কেবলমাত্র আশঙ্কার ওপর ভিত্তি করে আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারে না; আর পাঁচজন বিচারপতির বেঞ্চ যেখানে (ইমরানকে হয়রানি না করার) নির্দেশ দিয়েছেন, সেখানে কেন আপনারা ফের একই ধরনের পিটিশন জমা দিলেন? এটা একদম উচিত হয়নি। এই পিটিশন জমা দিয়ে আপনারা আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন।

 

আদালতের এই প্রতিক্রিয়ার পর বুশরা বিবির আইনজীবী পিটিশন প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানান। তিনি এই আবেদন জানানোর পরই পিটিশনটি বাতিল করে আদালতের সময় নষ্ট করার জন্য বুশরা বিবি এবং আজহার সিদ্দিককে ১ লাখ করে মোট দু’লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেন হাইকোর্ট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬