ইরানে রা’দ-৫০০ মিসাইল লঞ্চার প্রদর্শন
- আপডেট সময় : ০১:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১০৭১ বার পড়া হয়েছে
শনিবার(২৬ সেপ্টেম্বর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স দু’টি রা’দ-৫০০ মিসাইল লঞ্চার প্রদর্শন করেছে। প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে তেহরানে চলমান সমরাস্ত্র প্রদর্শনীতে এটি রাখা হয়েছে বলে জানা গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাদ-৫০০ নামের এই ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করেছে আইআরজিসি। এটি ইরানের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এই ক্ষেপণাস্ত্রে ‘যুহাইর’ নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে।
আরও পড়ুনঃ মহামারিতে ১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার :বিশ্ব ব্যাংক
আর কম্পোজিট মোটরে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে যা তিন হাজার সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। এই উপাদানের মাধ্যমে মোটর তৈরি করার ফলে এর ওজন অত্যন্ত কম এবং এই মোটর দিয়ে তৈরি ক্ষেপণাস্ত্রের ওজনও হবে তুলনামূলক অনেক কম।
রা’দ-৫০০ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ৫০০ কিলোমিটার। ইরানের রা’দ-৫০০ ক্ষেপণাস্ত্রের ওজন ফতেহ-১১০ ক্ষেপণাস্ত্রের অর্ধেক।