DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের পক্ষে ফেসবুকে মন্তব্য-স্বপন কুমার বিরুদ্ধে বিক্ষোভ

Ellias Hossain
অক্টোবর ১৬, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইলের পক্ষে ফেসবুকে মন্তব্য-স্বপন কুমার
বিরুদ্ধে বিক্ষোভ

 

স্টাফ রিপোর্টারঃ

ইসরাইলের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায়
চাঁদপুর জেলার ফরিদগঞ্জের কালির বাজার কলেজের শিক্ষক স্বপন কুমার দাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে ও স্থানীয় কালির বাজারে এই বিক্ষোভ-সমাবেশ করা হয়।

জানা যায়, কলেজের আইসিটি শিক্ষক স্বপন কুমার দাস তাঁর নিজ নামের ফেসবুক আইডি থেকে বেসরকারি একটি টেলিভিশনের ফেসবুক পেইজে ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধের বিষয়ে ইসরাইলের পক্ষ নিয়ে মন্তব্য করেন।

স্বপন কুমার দাসের নিজ ফেসবুক আইডি থেকে করা মন্তব্য হচ্ছে, ‘হামাস একটা সন্ত্রাসী সংগঠন। ইসরাইল কঠোর হস্তে সন্ত্রাস দমন করবে। সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নেই। হামাস এক দিনে ৭শ লোক হত্যা করেছে। এবার ইসরাইল প্রতিশোধ নেবে। আমরা শুধু ভিডিও দেখবো। উভয়পক্ষ মানুষ মারার খেলায় মেতে উঠেছে।

স্বপন কুমার দাস আরেকটি মন্তব্যে লেখেন, মৌমাছির চাকে ঢিল মেরে আল্লাহকে ডাকলে কী লাভ হবে? ইসরাইল চরম প্রতিশোধ নেবে। এটা কোনো দিনও থামবে বলে মনে হয় না।

তাঁর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এরপর থেকে কালির বাজার কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফরিদগঞ্জ থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপর দিকে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে, ফরিদগঞ্জ থানার ওসি মোঃ সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে কলেজ শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে কলেজ মিলনায়তনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করে শিক্ষার্থীদের নিয়ে শান্তি সমাবেশ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০