অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনেই অন্তত আরো ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। ফলে এই উপত্যকায় নিহতের সংখ্যা ৫২ হাজার ২০০ ছাড়িয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আল-জাজিরা জানায়, রবিবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারান। একই সঙ্গে সোমবার ভোরের দিকে আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হন।
অন্যদিকে আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ২৪৩ জনে। আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৬৩৯ জনে। তবে ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে থাকা বহু হতাহতকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্ত্রণালয় আরো জানায়, সম্প্রতি আহত আরো ১১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ৬৯৭ জনের নাম নতুন করে মৃতের তালিকায় যুক্ত করা হয়েছে।