DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইসলাম শিক্ষার বইয়ে অমুসলিমদের দেবতার ছবি দেওয়া হয়েছে-বুলবুল

Astha Desk
নভেম্বর ৩, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম শিক্ষার বইয়ে অমুসলিমদের দেবতার ছবি দেওয়া হয়েছে-বুলবুল

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেছেন, যুবকদের অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখার জন্য ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই।

বিগত সাড়ে ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি অত্যন্ত সুকৌশলে ছাত্র, যুবক ও তরুণদের নৈতিক অবক্ষয় এমন মাত্রায় নিয়ে গেছে সুস্থ, বিবেক সম্পন্ন মানুষ কল্পনা করতে পারে না। নৈতিকভাবে ছাত্র-যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বহুমুখী কার্যক্রম পরিচালনা করেছে। শিক্ষা ব্যবস্থাকে পৌত্তলিক শিক্ষা ব্যবস্থায় পরিণত করে যুব সমাজকে তারা ধ্বংস করতে চেয়েছে।

আজ রবিবার (৩ নভেম্বর) রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে সোস্যাল ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি তরুণ যুবকদের প্রতি তিনটি পরামর্শ রাখেন।

এক. দেশ ও জাতির প্রয়োজনে সবার আগে নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তুলতে হবে।

দুই. ছাত্র যুবকদেরকে নিজেদের লেখাপড়ায় মনোযোগী হয়ে গৌরব অর্জনের সাথে নিজ প্রফেশনে নজর রাখতে হবে।

তিন. দেশ ও জাতিকে পরিচালনার জন্য নিজেকে সদা প্রস্তুত রাখতে হবে। আগ্রহ ও আকাঙ্খা যেন কোনো অবস্থাতেই কমতি না হয়। নিজ নিজ অবস্থান তৈরিতে নিজেকে যোগ্য করে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এ্যাড. ড. হেলাল উদ্দিন ও মহানগরীর সহকারি সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন

ইয়ুথ ফোরামের সভাপতি খায়রুল বাশার আরিফের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল্লাহ আল আমিনের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কদমতলী উত্তর থানা আমির আব্দুর রহিম জীবন, যাত্রাবাড়ী উত্তর থানা আমীর মুফাসসির জাকির হোসাইন শেখ ও সেক্রেটারি রাসেল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন :  বিএসএফ'র প্রতিষ্ঠা বার্ষিকীতে পানছড়ি বিজিবির মিষ্টি উপহার প্রদান

নূরুল ইসলাম বুলবুল বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিতর্কিত শিক্ষক ব্যবস্থার সমালোচনা করে বলেন, শিক্ষা ব্যবস্থাটা এমন করা হয়েছে যে শিক্ষকও নাচে, ছাত্রও নাচে, ছাত্রীও নাচে। ইসলাম শিক্ষার বইয়ে অমুসলিমদের দেবতার ছবি দেওয়া হয়েছে।

 

তিনি শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী চেতনা ধারণ করার মতো যে কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়া সবকিছুই সরিয়ে ফেলা হয়েছে। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা জাতির ওপর চাপিয়ে দিয়েছে আওয়ামী অপশক্তি। পাঠ্যক্রমে নাচানাচি, লাফালাফি প্রশিক্ষণ দেখেই বোঝা যায় শিক্ষকগণ ছাত্রদেরকে কী উপহার দেবে। আজকে ছাত্র জনতার হাতে একটি পরিবর্তন হয়েছে।

 

জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি ঘটনা। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকার রাষ্ট্র যন্ত্রের সর্বোচ্চ বলপ্রয়োগ করে গণহত্যা চালিয়েছে। এই গণহত্যা সহ আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলের সকল বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচার বাংলাদেশের জমিনে করতে হবে। আগডুম বাকডুম অপ্রয়োজনীয় বিষয় পাঠ্য বইয়ে যুক্ত করে গোটা শিক্ষা ব্যস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এই যুব সমাজকে আর বিপথে নেওয়ার সুযোগ আমরা দিবো না।

এ্যাড. ড. হেলাল উদ্দিন বলেন, তরুণ যুবকদের রক্তের বিনিময়ে আজ আমরা ্উম্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি। তাদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। গত ৫ আগস্টের আগেও বাবা ছেলে খাবার টেবিলে বসে খাওয়ার সময়ে পুলিশ এসে বলেছে এখানে গোপন মিটিং চলছে। আজকে তরুণ যুবকরা যে নতুন দেশ আমাদেরকে উপহার দিয়েছে, সেখানে বৈষম্যহীন একটি সোনার বাংলাদেশ গঠন করা নৈতিক দায়িত্ব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪