ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভে ইসরাইলির হামলা
আন্তর্জাতিক ডেস্ক
পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইহুদিদের দ্বারা অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভে হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অধিকৃত পশ্চিম তীরের এ বিক্ষোভের সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সূত্র-আলজাজিরা।
ইসরায়েলি সীমান্ত পুলিশ ঘোড়ার পিঠে চড়ে ঘটনাস্থলে আসে। এরপর রাস্তা ছেড়ে দেওয়ার বিক্ষোভকারীদের নির্দেশ দেন তারা। কিন্তু আন্দোলনকারীরা আদেশ মানতে অস্বীকার করলে হামলা চালায় পুলিশ। সূত্র-সংবাদ সংস্থা এএফপি।
অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি নিয়ন্ত্রণের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন শেখ জারাহ। ১৯৬৭ সালে জর্ডানের সঙ্গে ছয় দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল, যা বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত নয়। পূর্ব জেরুজালেমে দুই লাখেরও বেশি ইসরায়েলি বাস করে। অনেক ফিলিস্তিনি এটিকে নিজেদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে থাকে। খবর-এএফপি, আল জারিরা।