DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৪শে মার্চ ২০২৫
ঢাকাসোমবার ২৪শে মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা ও বিদেশী মদসহ ডিব্বা বাবু গ্রেপ্তার

News Editor
সেপ্টেম্বর ২৭, ২০২০ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

করোনা সনদ জালিয়াতিসহ নানা প্রতারণায় গ্রেপ্তার মোহম্মদ সাহেদের মতো একজনকে গ্রেপ্তার করা হয়েছে সাভারে। তিনি ডিব্বা বাবু নামে এলাকায় পরিচিত। ইয়াবা ও বিদেশী মদসহ ডিব্বা বাবু ওরফে রোহান ওরফে আনোয়ার হোসেন ও তার সহযোগী ফিরোজ আলমকে গ্রেপ্তার করে র‌্যাব।

এ ঘটনায় রবিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ এমসি কলেজে গণধর্ষণ: ঘটনা চাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় আ.লীগ নেতারা!

গ্রেপ্তার ডিব্বা বাবু ওরফে রোহান (৩৭) এবং মো. ফিরোজ আলম ওরফে জুয়েল (৩৩) সাভার সদর ইউনিয়নের চাপাইন গ্রামের বাসিন্দা। এলাকাবাসীরা জানায়, মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন এলাকায় ডিব্বা বাবু হিসেবে পরিচিত থাকলেও বাবা-মায়ের দেওয়া নাম পরিবর্তন করে সাভারে পরিচিত হন রোহান ইসলাম নামে। পরবর্তীতে সাভার সিটি সেন্টারে এক দোকানের কর্মচারী থাকার পাশাপাশি মাদক ব্যবসা করে রাতারাতি ‘স্মার্ট পয়েন্ট’ নামে একটি দোকানের মালিক হয়ে যান। নিজেকে আড়াল করতে সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকেন রোহান। তবে আড়ালে ইয়াবা কারবারে জড়িত থাকার সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন ডিব্বা বাবু।

আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসী জানায়, সাভারের এক জনপ্রতিনিধির ঘনিষ্ঠজনকে ‘বন্ধু’ বানিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন ডিব্বা বাবু। তার সঙ্গে সেলফি, কখনো নিজেই নিজের দোকানের মডেল হওয়া, কখনো পুলিশ কর্মকর্তা কিংবা ছাত্রলীগ নেতার জন্মদিনে ‘উইশ’ করে অনেকের কাছেই নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলেন এই মাদক ব্যবসায়ী।

মনির হোসেন নামে সাভার সিটি সেন্টারের একজন মোবাইল ব্যবসায়ী জানান, ডিব্বা বাবু ওরফে আনোয়ারের চালচলন, তার বিলাসবহুল বিয়ের পার্টি, সবকিছুই ছিলো আয়ের সঙ্গে সঙ্গতিহীন। কিন্তু প্রভাবশালীদের সঙ্গে ওঠাবসা কারণে সেলসম্যান থেকে ডিব্বা বাবু ওরফে আনোয়ার ওরফে রোহান ইসলাম বনে যান ব্যবসায়ী নেতা। সাভার সিটি সেন্টার দোকান মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক পরিচয়ে এ ডিব্বা বাবুকে সাভারের রাজনীতির মাঠে অনেক নেতার জন্য ফেইসবুক প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

আরো পড়ুন :  খিলক্ষেতের ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা দায়ার

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মাদকসহ ডিব্বা বাবু ও তার সহযোগীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মাদক আইন মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১২:১০
  • ৪:২৭
  • ৬:১৩
  • ৭:২৬
  • ৬:০৩