উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুুুবক নিহত
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো এক রোহিঙ্গা। গতকাল বৃহষ্পতিবার রাত ১০ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন, নিহত কবির আহমদ বালুখালী ক্যাম্পে আত্নীয়ের কাছে বেড়াতে গিয়ে প্রতিপক্ষ সশস্ত্র দলের হাতে খুন হয়েছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিহত রোহিঙ্গা যুবকের নাম কবির আহমদ (২৮)। তিনি কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা আবুল হোসেনের পুত্র। আহত রোহিঙ্গার নাম মোহাম্মদ রফিক (৩০)। তিনি নিহত কবিরের বন্ধু এবং লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫/২০ জনের সশস্ত্র সন্ত্রাসী আকস্মিক কবির আহমদের উপর ঝাপিয়ে পড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা কবির আহমদের কপালে গুলি করে পালিয়ে যায়। তিনি আরো জানান, আধিপত্য বিস্তার নিয়েই এ হত্যাকাণ্ড ঘটেছে।