DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

উড়োজাহাজের সিটের নিচে মিলল ৬৮ বার স্বর্ণ

News Editor
অক্টোবর ২৩, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত একটি ফ্লাইটে তল্লাশি চালিযে সিটের নিচ থেকে ৬৮টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার সকাল সোয়া ১০টায় এ স্বর্ণবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৭.৮৮৮ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৭৩ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, অভিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এরপর সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-০২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে সিটের নিচে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ৬৮টি স্বর্ণবার পাওয়া যায়।

সূত্র আরও জানায়, জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪