DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

এনসিপিতে পদ পাওয়ায় হান্নান মাসউদের বাবার আনন্দ মিছিল

Astha Desk
মার্চ ১, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এনসিপিতে পদ পাওয়ায় হান্নান মাসউদের বাবার আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টারঃ

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ পাওয়ায় খুশি হয়ে আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক আনন্দ মিছিল করেছেন।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে আনন্দ মিছিলটি করেন।

মিছিলটি স্থানীয় এএম উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওসখালী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে হান্নান মাসউদের বাবা বলেন, আমার ছেলের যে স্বপ্ন ও চিন্তা-চেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য সেই স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন।

হান্নানের স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন সেই দোয়া করছি।

আমরা হাতিয়ার মানুষ একসঙ্গে থাকব। নতুন দলের সবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন হান্নান মাসউদ। তিনি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]