DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকামঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

এফ-সিক্সটিন যুদ্ধবিমান পাবে ইউক্রেন-যুক্তরাষ্ট্র

Online Incharge
আগস্ট ১৮, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

এফ-সিক্সটিন যুদ্ধবিমান পাবে ইউক্রেন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ

ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-সিক্সটিন যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক চিঠিতে ড্যানিশ এবং ডাচ প্রশাসনকে অনুমোদনের বিষয়ে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনীয় পাইলটকে প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই পাঠানো যাবে এই যুদ্ধবিমান।

 

বিশ্লেষকরা মনে করছেন, এফ-সিক্সটিন ফাইটার জেট পেলেই যুদ্ধের গতিপথ পাল্টাতে পারবে না ইউক্রেনীয় সেনারা। এমনকি ফাইটার জেট পরিচালনায় দক্ষ হয়ে উঠতে পর্যাপ্ত সময় প্রয়োজন। সেক্ষেত্রে এই বিমান কেবল ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াবে।

 

বর্তমান বিশ্বে সবচেয়ে সক্রিয় ফাইটার জেট এফ-সিক্সটিন। এক ইঞ্জিন বিশিষ্ট এই বিমান দিয়ে স্থল-আকাশ উভয়পথেই হামলা চালানো যায়।

 

রুশ বাহিনীর হামলা প্রতিহতে পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরেই এফ-সিক্সটিন ফাইটার জেট চেয়ে আসছে ইউক্রেন। কিয়েভের পাইলটদের এফ-সিক্সটিন ফাইটার জেট পরিচালনায় প্রশিক্ষণও দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশিক্ষণ শেষে কিয়েভে যাবে যুদ্ধবিমানের প্রথম চালান।

 

বিশ্লেষকরা আরও বলছেন, মাত্র তিন মাসে ইউক্রেনীয় সেনাদের ফাইটার জেট সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া সম্ভব। কিন্তু, এ বিষয়ে দক্ষ হয়ে উঠতে কয়েক মাস বা বছর লেগে যেতে পারে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭