এবার ভারতেই তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন
আন্তর্জাতিক ডেস্কঃ
চারদিনের ঐতিহাসিক মার্কিন সফরে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফর নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। যার মধ্যে অন্যতম ভারতে জেট ইঞ্জিন তৈরির চুক্তি। এবারের সফরেই সেই সংক্রান্ত চুক্তির দিকে নজর ছিল সকলের। যা স্বাক্ষরিত হয়ে গিয়েছে। যার ফলে কেবল জেট ইঞ্জিন তৈরি করাই নয়, শক্তিশালী ড্রোনও কিনছে নয়াদিল্লি। আর তার ফলে একদিকে ভারত ও আমেরিকা, দুই দেশের প্রতিরক্ষা-সম্পর্ক যেমন আরও মজবুত হল, পাশাপাশি আত্মনির্ভরতার নয়া ধাপে পৌঁছল ভারত। নিঃসন্দেহে যা চিন্তার ভাঁজ ফেলবে পাকিস্তান, চিনের মতো দেশের কপালেও। (ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন।)
এতদিন পর্যন্ত ফাইটার জেট তেজসের বাকি অংশ ভারত তৈরি করলেও ইঞ্জিন তৈরি হত আমেরিকায়। বহুদিন থেকেই এই প্রযুক্তি হোয়াইট হাউসের কাছ থেকে পেতে আগ্রহী নয়াদিল্লি। এবার অত্যাধুনিক জেট ইঞ্জিন (fighter jet engines) নির্মাণ সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির ফলে স্বপ্নপূরণ হবে ভারতের। এবার দেশেই ভারতীয় বায়ুসেনার জন্য তৈরি করা যাবে জেট ইঞ্জিন।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের আমলেই দুই দেশের সম্পর্কের নৈকট্য বাড়তে থাকে। এবার বাইডেনের আমলেও নয়া মাইলফলক গড়তে চাইছে নয়াদিল্লি। এর আগেই মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল জেনারেল ইলেকট্রিকের চেয়ারম্যানের। আর এবার সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তাদের একটি চুক্তি হয়েছে। যে বিবৃতি পেশ করা হয়েছে তাতে এই পদক্ষেপকে ‘বিরাট মাইলফলক’ বলেই বর্ণনা করা হয়েছে।
প্রসঙ্গত, চিন জেট ইঞ্জিন তৈরি করলেও তা বহুক্ষেত্রেই ত্রুটিপূর্ণ হয় বলে জানা যায়। সেই দিক থেকে ভারত জেট ইঞ্জিন তৈরির পথে পা রাখায় বেজিংকেও টপকে যেতে চলেছে বলেই মত। সব মিলিয়ে এই চুক্তি ঘিরে উচ্ছ্বসিত ওয়াকিবহাল মহল। সূত্র- (ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন।)