DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো হাসান আজিজুল হককে

DoinikAstha
আগস্ট ২১, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক গুরুতর অসুস্থ। তাকে শনিবার সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে রাজধানী ঢাকায় আনা হয়েছে। তিনি রাজধানীর ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নিবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু এতথ্য নিশ্চিত করেছেন। শাহ আজম শান্তনু আরো বলেন, হাসান আজিজুল হকের হার্টের সমস্যা আছে। পড়ে গিয়ে তিনি কোমরেও আঘাত পেয়েছিলেন। সঙ্গে আছে ডায়াবেটিস। এখন তার শারীরীক অবস্থা খারাপ। বাসায় অন্তত সাতজন চিকিৎসক তাকে চিকিৎসা দিচ্ছিলেন।

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা জানিয়েছেন, ঢাকায় চিকিৎসা করিয়েও যদি স্যারের শারীরিক অবস্থার উন্নতি না হয়, তাহলে প্রয়োজনে তাকে বিদেশে নেয়া যাওয়ার পরিকল্পনা রয়েছে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বয়স ৮৩। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩১ বছর শিক্ষকতার পর ২০০৪ সালে তিনি অবসর নিয়েছেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসন এলাকা ‘বিহাস’- এ নিজের বাসায় থাকছেন। অসুস্থ হলেও তিনি এতদিন বাসাতেই ছিলেন।

১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এই অসামান্য গদ্যশিল্পী তার সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধিও লাভ করেন।

আরো পড়ুন :  জানুয়ারি থেকে জুন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দিনে ১১ খুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]