DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৩ই ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ১৩ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-১ গোলে ম্যানচেস্টার সিটির জয়

News Editor
সেপ্টেম্বর ২২, ২০২০ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই রাঙিয়েছে গতবারের রানার্স আপ ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। 

প্রতিপক্ষের মাঠে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যান সিটি। কোন ভুল করেননি ফোডেন, কেভিন ডি ব্রুইনরা। স্পট কিক থেকে ব্রুইনের গোলের মাধ্যমে ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। ৩২ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার ফোডেন। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। 

দ্বিতীয়ার্ধে নতুন রূপে দেখা দেয় স্বাগতিকরা। এবার শুরুর পাঁচ মিনিটের মাঝেই তিনটি দারুণ সুযোগ পেয়েছিল উলভারহ্যাম্পটন। তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ৭৮তম মিনিটে উলভসের ব্যবধান কমান গিমেনেস। 

শেষ দিকে ম্যাচ ড্র করার আপ্রাণ চেষ্টা করলেও সফল হয়নি উলভস। উল্টো যোগ করা সময়ে দলটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। 

আরও পড়ুনঃছাত্রী ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০