কক্সবাজারে হোটেল থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাইফ উদ্দিনের সানমুন’ আবাসিক হোটেল থেকে
উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে ‘সানমুন’ আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পড়ে ছিল। সাঈফ শহরের ঘোনার পাড়া এলাকার আবুল বাশারের ছেলে। আজ সোমবার (২১ আগষ্ট) সকাল ১০টার দিকে তার মরাদেহ উদ্ধার করা হয়।
হোটেলের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, গতকাল রোববার বিকেল ৫টার দিকে সাইফ উদ্দিন হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে পাঞ্জাবি পরা একজন লোক ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।