কঠোর নিরাপত্তার মধ্যেই ঢাকায় গুলি-ছিনতাই-খুন, ৬৫ চেকপোস্টে তল্লাশি
স্টাফ রিপোর্টারঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে রীতিমতো ‘যুদ্ধাবস্থা’ চলছে। গত সোমবার রাত থেকে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করছে। নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে পুলিশের ৬৫টি চেকপোস্ট সক্রিয়। শুধু তাই নয়, স্বরাষ্ট্র উপদেষ্টাও পরিস্থিতি পর্যবেক্ষণে অলিগলি ঘুরছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে।
এত কড়া নিরাপত্তার মধ্যেও রাজধানীতে ছিনতাই, গুলি, কুপিয়ে আহত করার ঘটনা থেমে নেই। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের ছোড়া বুলেটে আহত হয়েছেন মো. জাহিদ হোসেন নামে এক ব্যক্তি। একই এলাকায় দুর্বৃত্তরা মো. ইকবাল নামে আরেক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল বুধবার ভোরে ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি। এর আগে মঙ্গলবার রাতে ছিনতাই করতে গিয়ে রাজধানীর উত্তরায় গণপিটুনির শিকার হন দুই ব্যক্তি। টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন একজন।
মঙ্গলবার মধ্যরাতে পরিদর্শনে বেরিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকা শহরে ছিনতাইয়ের প্রবণতা একটু বৃদ্ধি পাওয়ায় এবং দু-একটি ঘটনা ভাইরাল হওয়ায় আমরা ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছি। টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি তালিকা ধরে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ মধ্যেই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে না যাওয়ায় অপরাধপ্রবণ এলাকায় জোরদার অপারেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকে ঢাকা ও আশপাশের এলাকাগুলোয় টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। গত সোমবার ‘আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি’র সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে রোববার মধ্যরাতে নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার পর নড়েচড়ে বসে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানায় ৫০০টি টহল টিম ও ৬৫টি পুলিশি চেকপোস্ট চালানো হয়, যা অব্যাহত রয়েছে। ডিএমপির টহল টিমের পাশাপাশি সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্টে দায়িত্ব পালন করছে।
ভোরে নিরাপত্তা দেখতে রাস্তায় স্বরাষ্ট্র উপদেষ্টা: পুলিশের টহল কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল ভোরে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত চেকপোস্ট কার্যক্রমসহ কয়েকটি থানা ঘুরে দেখেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা তার বারিধারার ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া অ্যাভিনিউ, কলাবাগান, ইডেন মহিলা কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন। এরপর তিনি নিউমার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরেন উপদেষ্টা। পথে তিনি আশপাশের কিছু অলিগলি ঘুরে দেখেন। পরিদর্শনের সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
থেমে নেই ছিনতাই, দৌরাত্ম্য আছে টানা পার্টির: গতকাল সকালেও ধানমন্ডিতে স্বামীসহ রিকশায় স্কুলে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন শিক্ষক তাহসিনা ফেরদৌস রিনিয়া। সকাল ৬টা ৪০ মিনিটে ধানমন্ডি ২৭ এর জেনেটিক প্লাজার সামনে তার ব্যাগপ্যাকটি ছিনিয়ে নেয় মোটরসাইকেল আসা দুজন।
রিনিয়া জানান, একটা মোটরসাইকেলে দুজন ছেলে এসে তার ব্যাগপ্যাক ছোঁ মেরে নিয়ে যায়। গত কয়েকদিন ছিনতাইকারীদের দৌরাত্ম্যের কারণে ব্যাগে তেমন কিছুই বহন করছিলেন না তিনি। ব্যাংকের কার্ডসহ অন্যান্য জরুরি কাগজ ও গেজেট বাসায় রেখে এসেছেন। ছিনতাইকারীরা ভেবেছিল, ব্যাকপ্যাকে ল্যাপটপ আছে। ব্যাগে কিছু টাকা, হেডফোন ও কসমেটিক্স ছিল। তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
টহল ও চেকপোস্টের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে মো. জাহিদ (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাহিদ পোশাক কারখানার এমব্রয়ডারির কাজ করেন।
একইরাতে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় কুপিয়ে হত্যা করা হয়েছে মোঃ ইকবাল (৪০) নামের এক যুবককে। নিহতের স্ত্রী কুলসুম জানান, তার স্বামী রাতে বিবির বাগিচায় বাসার সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মঙ্গলবার রাতে উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে ধরে গণপিটুনি দেওয়ার ঘটনায় উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুজনের মধ্যে একজনের বাসা বাড্ডা, অন্যজনের ভাসানটেক। তাদের সুনির্দিষ্ট কোনো পেশা নেই। অতীতে অপরাধের রেকর্ড আছে। তবে মঙ্গলবার কারও কাছ থেকে ছিনতাই করতে গিয়ে ধরা পড়ার তথ্য পাওয়া যায়নি।