শিরোনাম:
করিমগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Doinik Astha
- আপডেট সময় : ১১:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১০২৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ বাজার এলাকায় বালতির পানিতে ডুবে আরিয়ান (২) বছর বয়সী ১ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে করিমগঞ্জ বাজার এলাকায় এক বাড়িতে এ ঘটনা ঘটে।
আরিযান করিমগঞ্জ বাজার এলাকার রিয়াদ মিয়ার একমাত্র ছেলে। রিযাদ ঢাকায় ব্যবসা করেন।আরিয়ান পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা সালমা আক্তার বাজার করতে গিয়ে ছিলেন।আরিয়ান মা বাজার থেকে ফিরে বালতির ভেতর পানি থেকে শিশুটিকে উদ্ধার করেন।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বি়ভাগের মেডিকেল অফিসার আল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ,হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।