DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করোনার মধ্যেই জীবন-জীবিকা বাঁচিয়ে রাখতে হবে : পীরগাছায় বাণিজ্যমন্ত্রী

DoinikAstha
মে ১৯, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

করোনার মধ্যেই জীবন-জীবিকা বাঁচিয়ে রাখতে হবে : পীরগাছায় বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃকরোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাড়ান। আপনার আশেপাশে মানুষের খোঁজ খবর নিন। এতে করে অসহায় মানুষগুলো সাহস পাবে। করোনার মধ্যেই মানুষের জীবন জীবিকা বাঁচিয়ে রাখতে হবে।

করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক বরাদ্দ দিয়েছেন। বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ এসব পাচ্ছেন। আজ ১৯ মে বুধবার রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

করোনা সংক্রমণ রোধে মসজিদের ইমাম ও দলীয় নেতাকর্মীদের কাজ করার বিষয়ে জোর তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙ্গা আম বাজারজাত করতে সব রকম সহায়তা করা হবে। যাতে করে আম চাষীরা ক্ষতিগ্রস্থ না হন।

ই-কমার্সের মাধ্যমে এ বছর আম বিক্রি করা হবে বলেও জানান মন্ত্রী।তিন দিনের সফরে তার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার প্রত্যেক ইউনিয়ন ঘুরে ঘুরে হত দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এছাড়াও তিনি বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজিনদের ঈদের উপহার হিসেবে পাঞ্জাবী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান চৌধুরী তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি/সম্পাদকগণ।

দুপুরে মন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন। এসময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০