রিয়াজুল হক সাগর । রংপুর জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,সাবেক ছাত্রনেতা জেলার করোনা প্রতিরোধের অন্যতম সম্মুখ যোদ্ধা এরশাদুল হক রঞ্জু।শনিবার (২৪ এপ্রিল ) তিনি এই করোনার টিকা ২য় ডোজ গ্রহণ করেন।গত বছরের মার্চে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী করোনা প্রতিরোধে যুদ্ধের ডাক দিলে এই নেতা করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জনসচেতনতা সৃষ্টিতে প্রথমেই নিজ উদ্দ্যগে মাইকিং,মাস্ক,হ্যান্ড সেনিটাইজার বিতরণ সহ লক ডাউনে কর্মহীন গরীব অসহায় ৫৭০ টি পরিবারকে ৫ দিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
করোনা প্রতিরোধে ও খাদ্য সামগ্রী বিতরণে সার্বক্ষণিক সম্মুখে থেকে প্রশংসনীয় ভুমিকা পালন করেন এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পক্ষ থেকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ করোনা যোদ্ধার সম্মানে ভূষিত হয়। আজ সকালে রংপুর সদর হাসপাতালের করোনা সেন্টার থেকে ২য় ডোজ গ্রহণ করে তার ফেচবুক স্টাটাসে বলেন-আলহামদুলিল্লাহ আজ টিকার দ্বিতীয় ডোজ নিলাম।
বিশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিশ্বনেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপাকে।যেহেতু সুযোগ আছে টিকা নেওয়ার তাই আসুন নিজে টিকা নেই অন্যকে নিতে উৎসাহ দেই।
নিজেরা যদি সচেতন না হই,এই পরিস্থিতি দিনের পর দিন খারাপ হতেই থাকবে তাই আমি সচেতন থাকার চেষ্টা করছি আর আহ্বান জানাচ্ছি-আপনারাও সচেতন থাকেন।
নিজে সচেতন হোন,পরিবার আত্নীয়-স্বজন,পাড়াপ্রতিবেশি বন্ধু-বান্ধব সকলকে সচেতন করুন।করোনার দ্বিতীয় ডোজ নেয়ার পরেও আমি মাস্ক পরছি,আপনারাও পরেন।