DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করোনা মানবসভ্যতাকে বদলে দিলেও আওয়ামী লীগের স্বভাব-চরিত্র বদলাতে পারেনি: র্মিজা ফখরুল ইসলাম আলমগীর।

DoinikAstha
আগস্ট ২৩, ২০২১ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

করোনা মানবসভ্যতাকে বদলে দিলেও আওয়ামী লীগের স্বভাব-চরিত্র বদলাতে পারেনি। এমন মন্তব্য করেছন বিএনপির মহাসচিব র্মিজা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ আগস্ট) গুলশানে বিএনপির ঔষধ সামগ্রী বিতরণ র্কমসূচিতে তিনি একথা বলেন। এই সরকারের কোনোপ পরিকল্পনা নেই, সকল ব্যর্থতা মাথায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিৎ বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ক্ষমতাসীনরা এখনও আগের মতই দুর্নীতি করছেন। জনগণকে অসত্য, বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রতারণা করছেন তারা।

বিএনপি মহাসচিব আরও বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত, অথচ তারা জিয়াউর রহমানকে জড়িয়ে মিথ্যাচার করছে। জিয়ার নাম মুছে ফেলা যাবে না, ইতিহাস তাকে ধারণ করবে।

করোনা মোকাবেলায় সরকার সকলকে চিকিৎসা দিতে পারেনি উল্লেখ করে ফখরুল জানান, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। তাদের লজ্জা শরমও নাই। এছাড়া চীনের টিকা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে একটা বিশেষ প্রাণির মত, যারা পানি ঘোলা করে খায়। এসময় মির্জা ফখরুল শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্তেরও সমালোচনা করেন।

আরো পড়ুন :  পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি পালন করেই পার করেছে ২৭ বছর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪