DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় গাঁজাসহ লাশ উদ্ধার

Online Incharge
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়ায় গাঁজাসহ লাশ উদ্ধার

 

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় রেলওয়ে ব্রিজের নিচ থেকে গাঁজাসহ মুন্সি আতিকুর জামান মাখন (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহ বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালের দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু লিচু বাগান এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত মুন্সি আতিকুর জামান মাখন লালমনিরহাট পৌরসভার মাস্টারপাড়া গ্রামের দুবাই প্রবাসী মুন্সি মালিকুজ্জামানের ছেলে। মৃত্যুর রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, সাধু লিচু বাগান কুড়ারপাড় এলাকার লোকজন সকাল ৮ টার দিকে রেলওয়ে ব্রিজের নিচে পানিতে অজ্ঞাত এক যুবককে ভাসতে দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবকের লাশ উদ্ধার করে। মরদেহ উপরে আনার পর নিহত যুবককের কোমরে বিশেষ কায়দায়  পেঁচানো থাকা ছয় পোঁটলা গাঁজা উদ্ধার করা হয়।

লালমনিরহাটে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, লাকটির কোমড়ে বিশেষ কায়দায় প্রায় তিন কেজি গাঁজা পেঁচানো ছিল। লোকটি মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে কেউ হয়তো ট্রেন থেকে তাকে ফেলে দিতে পারে বা ট্রেনে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্রিজ এলাকায় নামতে ধরে ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যেতে পারে। যেহেতু রেল ব্রিজের নিচে ওই যুবক পড়ে ছিল। সেহেতু কাউনিয়া থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭