DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই অক্টোবর ২০২৪
ঢাকাবুধবার ৯ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হলো ১৬ গেট

আস্থা নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এতে হ্রদের তীরবর্তী অঞ্চল পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে বাঁধের জলকপাট।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে উঠিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি অপসারণ করা হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের গণমাধ্যমকে জানান, বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে আরো প্রায় ২৫ হাজার কিউসেক পানি অপসারণ হচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা বাঁধের গেট খোলা রাখা হয়।

কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। মঙ্গলবার সকালে হ্রদে পানি মজুদ ছিল ১০৮.২৩ এমএসএল। যা অনেকটা বিপৎসীমা ছুঁই ছুঁই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১