DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে চিশতীয়া পীরের আস্তানায় নবান্ন মেলা, ১২৫ মণ গুড়ের সাথে ৮২ মণ চালের ক্ষীর

Astha Desk
নভেম্বর ১৭, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

কালাইয়ে চিশতীয়া পীরের আস্তানায় নবান্ন মেলা, ১২৫ মণ গুড়ের সাথে ৮২ মণ চালের ক্ষীর

জয়পুরহাট প্রতিনিধিঃ

বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব নবান্নকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে চিশতীয়া পীরের আস্তানায় বসেছে একদিনের নবান্ন মেলা। প্রতি বছর বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এখানে নবান্ন উৎসব পালণ করে পীরভক্তরা। সকাল থেকে শুরু হয়েছে এ মেলার কার্যক্রম।

নবান্ন উৎসবে প্রধান খাবার ক্ষীর। রান্নার প্রধান উপকরণ চাল, গুড়, দুধ আর নারিকেল। ভান্ডার খানার তথ্য মতে, এ বছর অগ্রহায়ণ মাসে ঘরে প্রথম ধান তোলার পর নতুন চাল ৮২ মণ, গুড় ১শ ২৫ মণ, নারিকেল ১ হাজার ৮শ পিচ ও দুধ ৭০ মণ দিয়ে ক্ষীর রান্না চলছে। কাজে সহযোগিতার জন্য পীরভক্তদের মধ্যে প্রায় ৫’শ জন কাজ করছেন। আর স্বেচ্ছাসেবী হিসেবে ৩০০জন রয়েছেন। ক্ষীর

বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব নবান্নকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে চিশতীয়া পীরের আস্তানায় বসেছে একদিনের নবান্ন মেলা। প্রতি বছর বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এখানে নবান্ন উৎসব পালণ করে পীরভক্তরা। সকাল থেকে শুরু হয়েছে এ মেলার কার্যক্রম।

নবান্ন উৎসবে প্রধান খাবার ক্ষীর। রান্নার প্রধান উপকরণ চাল, গুড়, দুধ আর নারিকেল। ভান্ডার খানার তথ্য মতে, এ বছর অগ্রহায়ণ মাসে ঘরে প্রথম ধান তোলার পর নতুন চাল ৮২ মণ, গুড় ১শ ২৫ মণ, নারিকেল ১ হাজার ৮শ পিচ ও দুধ ৭০ মণ দিয়ে ক্ষীর রান্না চলছে। কাজে সহযোগিতার জন্য পীরভক্তদের মধ্যে প্রায় ৫’শ জন কাজ করছেন। আর স্বেচ্ছাসেবী, এলাকায় অন্য রকম একটা অনুভূতি দেখা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮