কালোবাজারির সময় ২১ মেট্রিক টন চাল উদ্ধার
- আপডেট সময় : ১১:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১০৩৬ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীতে কালোবাজারির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ২১ মেট্রিক টন চাল উদ্ধার করেছে র্যাব। এ সময় পালিয়ে গেছে কালোবাজারিরা। বুধবার দুপুরে ওই উপজেলার পিংনা বাজারের ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১৪ এর অধিনায়ক এমএম সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী মজিবর রহমান ও কবির হোসেনের গুদামে অভিযান চালানো হয়। এ সময় কালোবাজারির উদ্দেশ্যে ওই ঘরে মজুদ রাখা খাদ্যবান্ধব কর্মসূচীর ২১ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে কালোবাজারিরা পালিয়ে গেছে।
নোয়াখালীর চাটখিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক
পিংনা বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কবির ও মজিবর চাল ব্যবসায়ী। তারা চালগুলো কোথা থেকে এনেছে করেছে তা আমরা জানি না। তবে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের যোগসাজশে তারা ওই চাল রাতের আঁধারে বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। সরিষাবাড়ীর ইউএনও শিহাব উদ্দিন আহম্মদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।