কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই অস্ত্রধারী নিহত হয়েছে।
রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আওয়ান্তিপোরা শহরে নিরাপত্তা বাহিনী অভিযান চালাকালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। এসময়, পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় দুই অস্ত্রধারী।
আরও পড়ুনঃআর্মেনিয়া-আজারবাইজান ভয়াবহ যুদ্ধ,নিহত বেড়ে ৯৫
অস্ত্রধারীদের আস্তানা থেকে একে ফরটি সেভেন, একে ফিফটি সিক্সসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশের কোন সদস্য আহত হয়নি বলেও নিশ্চিত করা হয়। নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।