DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে জুলাই ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের ৩ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

রায়হান জামান,কিশোরগঞ্জ
মে ২১, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের ৩ উপজেলায় ভোটগ্রহণ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনার কাজ।

২য় ধাপে কিশোরগঞ্জের ৩টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন।

উপজেলা ৩টি হলো কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম।

নির্বাচনকে ঘিরে সবকিছু ছাপিয়ে এ ৩টি উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে। ভোটাররা সানন্দে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। ৩ উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ৩টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় জোরালো পদক্ষেপ। ফলে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে জানিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে কটিয়াদি উপজেলায় ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচনি মাঠে লড়ছেন। তারা হলেন- নজরুল ইসলাম আনারস প্রতীক, মইনুজ্জামান ঘোড়া প্রতীক, মো. আলী-আকবর দোয়াত কলম প্রতীক, মো. কামরুজ্জামান কাপ পিরিচ প্রতীক, মো. সাব্বির জামান কৈ মাছ প্রতীক, শেখ দিলদার মোটরসাইকেল প্রতীক।

এ ছাড়াও ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, আবু নাইম টিয়া পাখি প্রতীক, চান মিয়া পালকি প্রতীক, বদরুল আলম নাইম চশমা প্রতীক, মো. মাহমুদুল হাসান মাইক প্রতীক, মো. সিরাজুল ইসলাম শাহীন টিউবওয়েল প্রতীক, রেজাউল করিম শিকদার তালা প্রতীক, সাদেক হোসেন খোকা বৈদ্যুতিক বাল্ব প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। তারা হলেন- নূর জাহান আক্তার লিপি পদ্ম ফুল প্রতীক, মোছা. লুৎফা আক্তার হাস প্রতীক, রোকসানা ফুটবল প্রতীক, সাথী বেগম কলস প্রতীক।

আরো পড়ুন :  রাতের মধ্যে সারাদেশে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট : পলক

নিকলী উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া জনি মোটরসাইকেল প্রতীক, মোকারিম সর্দার আনারস প্রতীক, মোহাম্মদ সুমন কাপ পিরিচ প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ তালা প্রতীক, কাউসারুল আলম চশমা প্রতীক, মো. তাহের আলী টিউবওয়েল প্রতীক, রফিকুল ইসলাম ভূইয়া উড়োজাহাজ প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন, জেসমিন আরা বিউটি হাস প্রতীক, রৌশন আক্তার কলস প্রতীক, সুমাইয়া হক শিমু ফুটবল প্রতীক।

অষ্টগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস কাপ পিরিচ প্রতীক, এ এফ মাশুক নাজিম ঘোড়া প্রতীক, মো. মনিরুজ্জামান ভূইয়া আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। তারা হলেন, আল আমিন সরকার চশমা প্রতীক, এম এ আজিজ মাইক প্রতীক, গোলাম রসুল ভূইয়া টিউবওয়েল প্রতীক, মানিক কুমার দেব তালা প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তারা হলেন- নাছিমা আক্তার কলস প্রতীক, মোছা. চায়না বেগম ফুটবল প্রতীক, মোছা. শেলী আক্তার হাস প্রতীক।

জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো প্রস্তুতি। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪