কিশোরগঞ্জ শহরের উকিলপাড়ায় আবির হাসান রাহাত (২৩) নামে এক গৃহশিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আবির ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি এলাকার আনোয়ারুল হকের ছেলে।
আবির কিশোগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে অনার্স পড়ার পাশাপাশি শহরে বিভিন্ন বাসায় প্রাইভেট পড়াতেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া সিএনজি স্ট্যান্ডের কাছে আশরাফ উদ্দিনের বাড়ির তিনতলা ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই জোবায়ের হাসানের (২৬) বিরুদ্ধে। জোবায়ের বসবাস করেন শহরের গাইটাল এলাকায়।জোবায়ের হাসানের বড় বোন আরিফা সুলতানা জানান, রাহাত তার ছেলেকে প্রাইভেট পড়াতেন। বুধবার সন্ধ্যার দিকে রাহাত প্রতিদিনের মতো তার ছেলেকে পড়াতে এসেছিলেন। এসময় জোবায়ের হঠাৎ বাসায় এসে রাহাতের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তাকে বাসা থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। পরে রাহাতের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান জোবায়ের।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর জোবায়ের পালিয়ে গেছেন। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। জোবায়ের হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রায়হান জামান, স্টাফ রির্পোটার/