গুরুদয়াল সরকারি কলেজ জামে মসজিদের সাবেক ইমাম ও স্বল্প মারিয়া জামে মসজিদের বর্তমান ইমাম মাওলানা আকরাম হোসন (৪৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তারা হলেন ১। মাসুদ ২।ফারুক ৩। মাহবুব ৪। সাদ্দাম ৫। সাব্বির ৬। শুভসহ অজ্ঞাত আরো অনেকে।
বুধবার (৩ মে ) এশার নামাজের শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইমামকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর মাথায় ৪২টি সেলাই করেন। কিন্তু জ্ঞান না ফেরায় সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ইমামের ভাগিনা জানান, প্রতিপক্ষগণের সীমানায় মামার কিছু গাছ আছে। আর গাছগুলো মামাকে না জানিয়ে প্রতিপক্ষ জোরকাটিয়ে বিক্রি করে দেয়। এ ঘটনায় মামা পুুলিশের মাধ্যমে মীমাংসা করলে সেই থেকে তারা মামার প্রতি রাগান্বিত হয়ে মামাকে মেরে ফেলার হুমকি দেয়।তারই জেরে গতকাল এশার নামাযের পর মামাকে পূর্বপরিকল্পিত ভাবে জানে মেরে ফেলতে মামা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসীরা মামারকে সাইকেল থেকে লাথি দিয়ে ফেলে দেয় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।