DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিদেশ যাওয়ার টাকা না দেওয়ায় বাবাকে ছাদে নিয়ে হত্যা চেষ্টা

Doinik Astha
জুলাই ১৩, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

রায়হান জামান,স্টাফ রির্পোটার : কি‌শোরগ‌ঞ্জ সদর উপ‌জেলার মা‌রিয়া ইউনিয়‌নের বি‌সিক শিল্পনগরী এলাকায় নিজের ছেলের ছুরিকাঘাতে এক মাদরাসাশিক্ষক গুরুতর আহত হ‌য়ে‌ছেন। 

কিশোরগঞ্জের প্রখ্যাত আলেমে দ্বীন  আল জামিয়াতুল ইমদাদিয়া সিনিয়র  মুহাদ্দিস ও কাচারি বাজার জামে মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমানকে তাঁর ছেলে মুহাইমিন (২৩) গুরুত্বপূর্ণ কথা বলতে নিজ বসার ছাদে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে।

কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার ও পুলিশ পরিদর্শক (তদন্ত),অতিরিক্ত দ্বায়িত্বর অফিসার ইনচার্জ কিশোরগঞ্জ মডেল থানা মোখলেছুর রহমানের নেতৃত্বে ১৪ ঘন্টা তদন্ত ও সাড়াশি অভিযানে মঙ্গলবার দুপুরে অভিযক্ত মুহাইমিনকে নিজ বাসা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে রাত ৮ টায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এর আদালতে স্বীকারক্তি মূলক জবানবন্দি দেয় অভিযুক্ত ছেলে মুহাইমিন।

পুলিশ সূত্রে জানা যায়, মাওলানা লুৎফুর রহমানকে তার ছেলে মুহাইমিন গত  সোমবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টায় বলে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে, এ কথা বলে তাকে ছাদে নিয়ে যায়। সেখানে কেচি দিয়া বুকে আঘাত করলে মাওলানা লুৎফুর রহমান  ছাদে লুটিয়ে পড়ে।পুলিশ জানায়, মাওলনা লুৎফুর রহমানের ছেলে মুহাইমিন বিদেশে যেতে চায় কিন্তু বাবা বিদেশ যাওয়ার টাকা দেয় না বলে এ ঘটনা ঘটায়।
পরবর্তীতে ছেলের দেখানো মতে খাটের বালিশের নিচ থেকে হামলায় ব্যাবহৃত কেচি উদ্ধার করা হয়। আদালতে স্বীকারক্তি দেয়ার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আহত মাওলানা লুৎফুর রহমানের  মেয়ের জামাই লুতফুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামীদের করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করে। মামলা নং ২৫। প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ৩:৩৯
  • ৫:১৮
  • ৬:৩৪
  • ৬:১০