রায়হান জামান, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে শহরের পুরাতন থানা ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পুরাতন থানা থেকে গৌরাঙ্গবাজার মোড় পর্যন্ত এ্যামবুলেন্স ও জরুরি গাড়ি ছাড়া সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।
বন্ধ রয়েছে কিছুসংখ্যাক দোকানপাট। বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরুদ্ধে ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে হেফাজতে ইসলাম আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।