স্টাফ রিপোর্টারঃ রামপালে কিশোরী (১৩) কে অপহরণের ঘটনায় মামলা করে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভূক্তভোগী পরিবার। মামলার অন্যতম ২ নং আসামী জামিনে মুক্তি পেয়ে বাদী পক্ষকে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগীর পরিবারের সদস্য ও ভিকটিমের বোন নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে রামপাল থানায় ৩ জনকে বিবাদী করে একটি সাধারণ ডায়রী করেছেন। জানা গেছে, উপজেলার বড়কাটালী গ্রামের জনৈক মুদি ব্যবসায়ীর পঞ্চম শ্রেনীতে পড়–য়া কিশোরী কন্যাকে প্রলোভন দেখিয়ে ও জোর পূর্বক গত ১৯অক্টোবর সকাল ৯টার সময় মটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। খোজাখুজির পর না পেয়ে ২০ অক্টোবর কিশোরীর পরিবার রামপাল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা সূত্র ধরে রামপাল থানা পুলিশ ও র্যাব-৬ খুলনার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে ওই কিশোরী উদ্ধারসহ পাচারকারী ইলিয়াস সানা (৩৫) কে আটক করে। একইদিন রাতে মামলার দুই নং আসামী মাহারুন শেখ (৩৫) কে আটক করে কিশোরীর দেওয়া জবানবন্ধি সূত্রে জানা যায়, তাকে পাচারের উদ্দেশ্যে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে খুলনা শহরের বেশ কয়েক জায়গায় ঘোরাঘুরির পর ডুমুরিয়ার একটি বাড়িতে আটকিয়ে রাখে। ওই সময় তাকে জোর পূর্বক বেশ কয়েক বার ধর্ষণ করে। কিশোরীর বোন মনিকা খাতুন জানান, সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার সুদর্ভকাঠি প্রতাপনগর গ্রামের ইয়াসিন সানার পুত্র ইলিয়াস সানা ও বড়কাটালী গ্রামের মৃত হাসেম শেখের পুত্র মাহারুন শেখসহ অজ্ঞাত পাচারকারীরা সুকৌশলে পাচারের উদ্দেশ্যে তার বোনকে অপহরণ করে। পরে তাদের রামপাল থানা পুলিশ ও র্যাবের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। মামলার কারণে আসামীরা বিভিন্নভাবে আমাদের হুমকী দিচ্ছে। যে কোন সময় আমাদের জানমালের ক্ষতি করতে পারে বলে আশংকা প্রকাশ করছি। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ভিকটিমসহ পরিবারের সদস্যদের হুমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অপহরণ ও হুমকির ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকার প্রমান পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮৪৫ জন আরও ১৩ জনের মৃত্যু হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮৪৫ জন আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৪০ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৪৫ জনের দেহে। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনা রোগী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন। এর আগে বুধবার (১১ নভেম্বর) দেশে আরও আরও ১ হাজার ৭৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৯ জন। আরও পড়ুন: বিশ্বে একদিনেই করোনা আক্রান্ত ৫ লাখ ৪২ হাজার এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯১৭ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ৩৩ হাজার ৩৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৪ লাখ ৫ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। এখন দুই লাখ ৪৫ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ৫ লাখের বেশি সংক্রমিত। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫১১ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ লাখ ৩৫ হাজার। ব্রাজিলে মৃত্যু হয়েছে ২০৪ জনের। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। নতুন ১১ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৫৭ লাখ ১ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না। এদিকে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেল। এছাড়া দেশটিতে ১৮ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত। ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে মহামারি এ ভাইরাস। ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।