DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই জুন ২০২৩
ঢাকারবিবার ১১ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন

Online Incharge
এপ্রিল ২৬, ২০২৩ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার শাহজালাল বলী চ্যাম্পিয়ন

 

রানা সাত্তারঃ

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার শাহজালাল বলী। তার কাছে হেরে গেছেন গতবারের চ্যাম্পিয়ন কক্সবাজারের চকরিয়ার তরিকুল ইসলাম জীবন। মঙ্গলবার বিকালে নগরীর লালদিঘী মাঠে অনুষ্ঠিত হয় এই খেলা।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৪তম আসরে এবার ৬০ জন বলী অংশ নেন। এদের মধ্যে খাগড়ছড়ির সৃজন চাকমা তৃতীয় এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আবদুর নুর চতুর্থ স্থান অধিকার করেন।

 

 

মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় বলীখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

 

 

চসিকের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী।

 

এতে বিশেষ অতিথি ছিলেন চসিকের ১নং প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম বলেন, ব্রিটিশ শাসনামল থেকে প্রতিরোধের বার্তা ছড়িয়ে আসছে জব্বারের বলীখেলা। বর্তমানে প্রযুক্তিগত চ্যালেঞ্জ আর মৌলবাদীদের ষড়যন্ত্রে যে সাংস্কৃতিক সংকট তা রুখতে এবং তা থেকে আমাদের ঐতিহ্য বাঁচাতে জব্বারের বলীখেলা আর বৈশাখী মেলার মতো সাংস্কৃতিক উপাদানগুলোকে বাঁচাতে হবে।

 

বিকাল ৪টায় শুরু হয়ে দেড় ঘণ্টা চলা ফাইনালে দুই মিনিটের মাথায় কুমিল্লার শাহজালাল বলীর কৌশলের কাছে পরাজিত হন জীবন। শাহজালাল ২০১৮ ও ১৯ সালে দুইবার চ্যাম্পিয়ন ও ২০২২ সালে রানারআপ হন। পরে বিজয়ীদের হাতে চসিক মেয়র পুরস্কার তুলে দেন।

 

প্রসঙ্গত, ১৯০৯ সালে বলীখেলার সূচনা করেন চট্টগ্রাম নগরীর বদরপাতি এলাকার সওদাগর আবদুল জব্বার। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে আন্দোলনের কৌশল হিসাবে এই বলীখেলা চালু করা হয়। সেই থেকে প্রতিবছরের বৈশাখের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৯
  • ৮:১৫
  • ৫:১০