DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫
ঢাকাসোমবার ১২ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ মাদককারবারি আটক

Astha Desk
মে ৫, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ মাদককারবারি আটক

 

 

কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী পিস্তল, দুই রাউন্ড গুলি, ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি মোঃ সোহাগকে আটক করেছে কান্দিরপাড় ফাড়িঁর পুলিশ। আটককৃত সোহাগ সদর উপজেলার দৌলতপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।

 

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম) জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী থানার কান্দিরপাড় ফাড়িঁর পুলিশের একটি দল সদর উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন । ওই এলাকার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পার্শ্বে দৌলতপুর জামে মসজিদের পাশ্চিমে কাঁচা রাস্তার উপর থেকে মোঃ সোহাগকে আটক করে তার ডান হাতে থাকা সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় লোহার তৈরী রিভলবার, ২ রাউন্ড গুলি, ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

 

পরে শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম ।

 

এ বিষয়ে কোতয়ালী থানার ওসি আহাম্মদ সনজুন মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে মাদককারবারি সোহাগকে দেশি রিভেলবার ও মাদকসহ আটক করি। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত সোহাগের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮