DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় উদ্ধার হওয়া মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন ডিবি পুলিশ

Habibur Rahman Monna
জানুয়ারি ১৫, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি ,কুমিল্লা।।

কুমিল্লার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে চুরি অথবা হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি।) 

সোমবার (১৫ জানুয়ারি) এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশের কনফারেন্স হলে ২৬টি মোবাইল ফোনের মালিকরা এসে তাদের হারানো মোবাইল ফেরত নিয়ে যান। তাদের হাতে মোবাইল ফোন তুলে দেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।

ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া বলেন, কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার বিষয়ে বেশ কিছু জিডি (সাধারণ ডায়েরি) আমাদের কাছে জমা হয়। পরে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধারে আমাদের বিশেষ টিম কাজ করতে থাকে। অভিযান চালিয়ে আমরা ২৬টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। এগুলো তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশ সুপার, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

দৈনিক আস্থা /মুন্না 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]