DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

Doinik Astha
মার্চ ১৭, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের একাধিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম গেছে। আমরা এটা নিয়ে কাজ করছি। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।