জেলা প্রতিনিধি, কুমিল্লা।।
“প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি” এই প্রতিপাদ্যে কুমিল্লায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদেশ ফেরত বিভিন্ন পেশার কর্মীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, ওয়েলফেয়ার সেন্টার, ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) সৌরেন্দ্র নাথ সাহা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাছিয়া খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মো:মতিউল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো: আলী হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহীম আল কাদেরী ও গীতা পাঠ করেন সুশীলা আচার্য।
বক্তারা বলেন, বিদেশ ফেরত প্রবাসীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, পরামর্শ, প্রশিক্ষণ এবং পুনরায় কর্মসংস্থানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সরকারের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান সহ স্বল্প খরচে বিদেশ গমন, আর্থিক সুবিধা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। বিদেশ গমন ও এর পরবর্তী সব ধরনের সুযোগ-সুবিধা ও পরামর্শের জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি।
দৈনিক আস্থা/ মুন্না