DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

Habibur Rahman Monna
অক্টোবর ৩, ২০২৩ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

হাবিবুর রহমান মুন্না, জেলা প্রতিনিধি, কুমিল্লা।।

কুমিল্লায় বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০২৩’র উদ্বোধন করা হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’।

দিবসটি উপলক্ষে সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২৩ এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নী।

এরপর কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহাম্মদ ভূঁইয়ার সভাপত্বিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিউলি রহমান তিন্নী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম, জেলা পরিষদ সদস্য এডভোকেট ফাহমিদা জেবিন।

শিশুদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুলের শিক্ষার্থী নকশা দেবনাথ ও কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ ইমদাদুল হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের যারা শিশু তাদের হাতে রয়েছে আগামীর বাংলাদেশ। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তুত করতে হবে। সে  ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আলোচনা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১০
 • ১১:৫১
 • ৩:৩৫
 • ৫:১৪
 • ৬:৩২
 • ৬:২৪