DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে জুলাই ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সম্পতি নিয়ে সংঘর্ষে নিহত-২, আহত-৫

Abdullah
সেপ্টেম্বর ১, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় সম্পতি নিয়ে সংঘর্ষে নিহত-২, আহত-৫

 

হাবিবুর রহমান মুন্না/কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়ায় ধানের জমির দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মোঃ আব্দুস ছাত্তার (৫৬) ও মোঃ খোরশেদ আলম (৩৫) নামের দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন গুরুরত আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

নিহত খোরশেদ আলম উপজেলার ১নং ভবানীপুর ইউনিয়নের জালগাঁঁও গ্রামের জামালের হোসেনের বড় ছেলে এবং অপর নিহত ছাত্তার একই গ্রামের হাসান আলীর ছেলে।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে জালগাঁও গ্রামের পশ্চিম পাশের মধু জলাতে এ ঘটনা ঘটে।

স্থাণীয় ও পারিবারিক সূত্র থেকে জানা যায়,খোরশেদের পরিবারের সাথে ছাত্তার মিয়ার গত ৫/৬ বছর ধরে ৪০ শতক জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল।এ নিয়ে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে এতে অপরকে জেল খাটিয়েছে। বর্তমানেও খোরশেদের জেঠা বাবুল মিয়া ছাত্তারের করা মামলায় জেল খাটছে।এ বিষয়ে স্থানীয় সাবেক চেয়ারম্যান রেজু মিয়া ও উপজেলা চেয়ারম্যান মঈনুল ইসলাম কয়েকবার চেষ্টা করেও সমাধান করতে পারেন নি।

শুক্রবার সকালে মধু জলাতে ধানের চারা রোপন করতে যায় আব্দুস ছাত্তার। তখন অপর পক্ষ বাঁধা দিলে ছাত্তারের সাথে দ্বন্ধে জড়ায় জামালের ছেলে খোরশেদ। এ সময় ছাত্তারের সাথে থাকা অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে খোরশেদকে। খোরশেদকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনগনের গনপিটুনীতে ছাত্তার ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় জয়নাল, মোশারফসহ ৫ জনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বরুড়া থানা ওসি ফিরোজ হোসেন বলেন, দুই জন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাঁশ উদ্ধার করেছে।তাদের ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানোর প্রক্রিয়া চলছে”।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪