কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোবাবর (১২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ কামরান হোসেন, সাবেক
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, বীর মুক্তিযোদ্ধা জি এম সেকান্দার, নায়েব সুবেদার মিজানুর রহমান, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা পৌরসভার মেয়র এডভোকেট নজরুল ইসলাম, চান্দিনা চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভূয়া চিকিৎসক, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে অভিযান, যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, সকল মাদ্রাসায় জাতীয় পাতাকা উত্তোলন, অবৈধভাবে মাটিকাটা বন্ধ, মহান স্বাধীনতা দিবস পালনসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।