সকাল-সন্ধ্যা হরতাল-কুমিল্লা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
মোঃ হাবিবুর রহমান মুন্না/কুমিল্লা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ও গনঅধিকার পরিষদসহ কয়েকটি দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল কুমিল্লায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত কোথাও মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।
এদিকে কুমিল্লা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে সারাদেশে আন্তঃপরিবহন চালানোর সিদ্ধান্ত নিলেও দুয়েকটি বাস ছাড়া অধিকাংশ পরিবহন বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঘণ্টারপর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। জেলা ও আন্তঃজেলার সব পরিবহন বন্ধ রয়েছে। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।
মোঃ জসিম উদ্দিন নামের বোগদাদ পরিবহনের এক কর্মকর্তা বলেন, সকাল থেকে কাউন্টারে বসে আছি। চালক-হেলপাররা ভয়ে গাড়ি চালাচ্ছেন না।
আরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি চাঁদপুর যাওয়ার জন্য। কোনো গাড়ি পাচ্ছি না। এখন বিকল্প চিন্তা করতে হবে।
পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, হরতালে জনসাধারণের জানমাল যেন বিঘ্নিত না হয় যে জন্য নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।