DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সিটি ও ময়মনসিংহ সিটি উপনির্বাচনের তারিখ ঘোষণা

Astha Desk
জানুয়ারি ২২, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা সিটি ও ময়মনসিংহ সিটি উপনির্বাচনের তারিখ ঘোষণা

হাবিবুর রহমান মুন্না/কুুুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ মার্চ এই সিটি ময়মনসিংহ কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। একইদিনে  সিটির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ নির্বাচনে তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি জানান, দুই সিটি কর্পোরেশনেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে।

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। এপ্রিলে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা আছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]