কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে এক ব্যক্তির শতকোটি টাকার জমি হাতিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আরও দুই আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- খয়বার শেখ ও রঙ্গিলা খাতুন এবং তদন্তে নাম আসা হারুন-অর-রশিদ ও হুর আলী। এর আগে একই মামলা ৭ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
শেখ হাসিনা পুরো জাতিকে আলোকিত করেছে: মো. তাজুল ইসলাম
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এস আই সুজিত কুমার ঘোষ জানান, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৪ আসামির মধ্যে এজাহার নামীয় এক আসামি খয়বার শেখ ও তদন্তে নাম আসা হারুন অর রশিদকে আদালতে নেয়া হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, আসামিরা আদালতে দেওয়া স্বীকারোক্তিতে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা অধিকতর তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। গত ৩ সেপ্টেম্বর কুষ্টিয়া শহরে এনএস রোড এলাকার এমএমএ ওয়াদুদ নামে এক ব্যক্তির প্রায় শতকোটি টাকার সম্পদ জালিয়াতি করে একটি চক্র।
পরে পুলিশ ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। গ্রেফতার হয় কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনসহ ৭ জন। গত ১৬ সেপ্টেম্বর পুলিশ মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।