ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে আ’লীগ অফিস ভাংচুর, দোষীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাংচুরকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ।

শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় । সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, চিলমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গয়ছল হক মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু জানান, গত ২৮ মার্চ রাতে আমিনুল ইসলাম ইসলামের নেতৃত্বে একদল হেফাজতী দলীয় কার্যালয় ভাংচুর করে। তিনি আরও জানান, এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করা হয়।

এ ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।

ট্যাগস :

কুড়িগ্রামে আ’লীগ অফিস ভাংচুর, দোষীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাংচুরকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ।

শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় । সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, চিলমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গয়ছল হক মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু জানান, গত ২৮ মার্চ রাতে আমিনুল ইসলাম ইসলামের নেতৃত্বে একদল হেফাজতী দলীয় কার্যালয় ভাংচুর করে। তিনি আরও জানান, এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করা হয়।

এ ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।