DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কৃষকের ধান কেটে দিলো বশেমুরবিপ্রবি ছাত্রলীগ

Astha Desk
মে ২, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

কৃষকের ধান কেটে দিলো বশেমুরবিপ্রবি ছাত্রলীগ

 

 

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

 

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ। আজ মঙ্গলবার (২মে) গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামের দূর্লভ পোদ্দার নামের কৃষকের ১০ কাঠা জমির ধান কেটে দিয়েছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও বাংলাদেশ ছাত্রলীগ এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধান কেটেছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ (২ মে) রোজ মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামের দূর্লভ পোদ্দার নামের কৃষকের ১০ কাঠা জমির ধান কেটে দিয়েছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের পদপ্রত্যাশী দুর্জয় এর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

এ বিষয়ে দূর্জয় বলেন, “জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসাইন ভাই এবং শেখ ইনান ভাইয়ের দিকনির্দেশনায় কৃষকের ধান কেটে তাদের পাশে থাকতেছি। আমরা বশেমুরবিপ্রবি ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনা আপার জন্য সব সময় আপোষহীন।

 

ছাত্রলীগ নেতা দেলোয়ার বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষে সব সময় কাজ করে যাবো এবং কৃষকের প্রয়োজনে সব সময় পাশে থাকবো।

 

উল্লেখ্য,২৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়ে কৃষকের বোরো ধান কেটে দেওয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটার আহ্বান সাড়া দিয়ে দেশজুড়ে ধান কাটার উৎসবে রূপ নিয়েছে। ছাত্রলীগের এমন কর্মসূচিতে খুশি কৃষকেরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮