DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে নলছিটির শিক্ষার্থীদের মতবিনিময় সভা

Astha Desk
ডিসেম্বর ৮, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ রবিবার সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল নলছিটিতে একদিনের সফরে আসেন। সফরের শুরুতে তারা শহীদ সেলিম তালুকদারের কবর যিয়ারত করেন ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন। শহীদ সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা তার স্বপ্ন ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এরপর নলছিটি প্রেসক্লাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় শিক্ষার্থীরা তাদের শিক্ষাব্যবস্থা, ন্যায্য অধিকার, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন সমস্যার কথা কেন্দ্রীয় সমন্বয়কদের সামনে তুলে ধরেন।

কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, ন্যায়ভিত্তিক আন্দোলনের মাধ্যমেই শিক্ষার্থীদের অধিকার আদায় এবং প্রকৃত পরিবর্তন সম্ভব।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ সাঈদ, মো. ইব্রাহিম, এবং ছাব্বির উদ্দিন রিয়ন উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন নলছিটির শিক্ষার্থী প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ এবং সঞ্চালনা করেন মো. মেহেরাব হোসেন রিফাত।

মতবিনিময় সভার পর কেন্দ্রীয় সমন্বয়করা স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে নলছিটি শহরের দোকানদার এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যের মান ও মূল্য নিয়ে আলোচনা করেন এবং অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করেন।

এই মতবিনিময় সভাটি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং স্থানীয় শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনে নতুন দিক উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় সমন্বয়করা।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]