DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২৫
ঢাকামঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

Astha Desk
জানুয়ারি ২৮, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বোয়ালখালী ব্রিজ এলাকায় পিটিয়ে এক ব্যক্তিকে আহত করলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার দিনগত মধ্যরাতে রুবেল তালুকদার (৪২) নামের ব্যক্তিটি মারধরের শিকার হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরের দিকে তার মৃত্যু হয়।

নিহত রুবেল তালুকদার ইট-বালু সিমেন্টের ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। তিনি দক্ষিণ কেরানীগঞ্জে শুভাড্যা পূর্বপাড়া এলাকার আল ইসলাম তালুকদারের ছেলে। নিহত রুবেল এক ছেলের বাবা।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা দক্ষিণ কেরানীগঞ্জের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ রনি বলেন, আমরা খবর পেয়ে রাত ২টার দিকে কেরানীগঞ্জ বোয়ালখালী ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। আমরা সে সময় ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি।

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী বলেন, আমার স্বামী ইট বালু সিমেন্টের ব্যবসা করতেন‌। গতরাতে বাসায় না আসলে আমরা দুপুর ১টার দিকে জানতে পারি কেরানীগঞ্জে এক ব্যক্তি ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আছে। পরে দুপুর আড়াইটার দিকে আমরা এসে আমার স্বামীর মরদেহ শনাক্ত করি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২২
  • ১২:১৬
  • ৪:১৪
  • ৫:৫৪
  • ৭:০৯
  • ৬:৩৪