জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে ২২শে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় সুন্দরবণ এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচলা বন্ধ হয়ে যায়।
এতে ট্রেন যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়। সকাল পৌনে ৯টার সময় ঢাকা থেকে ছেড়ে আসে সুন্দরবণ এক্সপ্রেসের ট্রেনটি।
সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোটচাঁদপুর রেল স্টেশনে প্রবেশের মুহুর্তে ট্রেনের পেছনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রেলে থাকা যাত্ররীরা আতংকিত হয়ে পড়ে।
সিগন্যাল পয়েন্ট সঠিক ভাবে পরিচালনা না করার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে রেলের কর্মকর্তা জানান। ঘটনার সত্যতা স্বীকার করে কোটচাঁদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।