DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন।

News Editor
ফেব্রুয়ারি ২২, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

কোটচাঁদপুরে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন।

লিছান হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে সারাদেশের সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিপাকে পড়েছে ট্রেনের যাত্রীরা। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে প্রবেশের সময় পেছনের দুইটি বগি লাইচ্যুত হয়। তবে কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর রেল স্টেশনের মাষ্টার গোলাম মোস্তফা জানান, সুন্দরববন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯টার দিকে ছেড়ে আসে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে স্টেশনে প্রবেশের মুহুর্তে পেছনের দুইটি বগি লাইন চ্যুত হয়েছে। সিগনাল পয়েন্ট সঠিক ভাবে না করার কারনে এ দুর্ঘটনা ঘটেছে বলে রেলের কর্মচারীরা জানিয়েছেন। স্টেশন মাস্টার আরো জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।