শিরোনাম:
কোটালীপাড়ায় ৯০০পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১১২৯ বার পড়া হয়েছে
কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৯০০ পিচ ইয়াবাসহ মো: সাগর শেখ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ গত সোমবার বিকেলে উপজেলার আশুতিয়া গ্রামের সাহেদ আলীর বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় জিকরুল শেখ (৩৫) ও মুজাহিদ শেখ (৩৪) নামে আরও ২ মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেফতারকৃত মো: সাগর শেখকে মাদক আইনে মামলা দায়ের করে কোটালীপাড়া থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গত সোমবার বিকেলে উপজেলার আশুতিয়া গ্রাম থেকে ৯০০ পিচ ইয়াবাসহ মো: সাগর শেখকে গ্রেফতার করে গোপালগঞ্জ ডিবি পুলিশ কোটালীপাড়া থানায় হস্তান্তর করেছে।
গ্রেফতারকৃত মো: সাগর শেখ আশুতিয়া গ্রামের হান্নান শেখের ছেলে। অপর পলাতক ২ আসামী জিকরুল শেখ আশুতিয়া গ্রামের রুহুল আমিন শেখের ছেলে ও মুজাহিদ শেখ একই গ্রামের আলমগীর শেখের ছেলে। তাদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

















