DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলনের তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

Doinik Astha
জুলাই ২৭, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি চাকরি কোটা সংস্কারের দাবিতে  ছাত্র আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়। তবে তাদেরকে কোথায় নেয়া হয়েছে তা নিশ্চিত করে কেউই তথ্য দিতে পারছিলেন না। অবশেষে জানা গেলো তারা কোথায় আছেন।

শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তারা তিনজন ডিবি হেফাজতে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এরআগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সারজিস আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নাহিদের এক আত্মীয় জানিয়েছেন, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কয়েকজন লোক নাহিদকে তুলে নিয়েছেন। এ সময় আসিফকেও তুলে নিয়ে যান তারা।

এর আগে গত শনিবার ভোরে রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরের রবিবার তাকে পাওয়া যায়। তার বাম উরু ও কাঁধে প্রচণ্ড ব্যথা ও গভীর ক্ষত রয়েছে। এ ক্ষতের ছবিসহ একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

তার আগের দিন শুক্রবার আসিফ মাহমুদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পাঁচ দিন পর তাকে পাওয়া যায়। এরপর থেকে নাহিদ-আসিফ দুজনেই একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]